img

শ্রমজীবী মানুষের জ্ঞানবৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে গত ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার মোহাম্মদপুর বছিলা এলাকায় ফোরাম অফ ইয়াং প্রফেশনালস (FYP) আয়োজন করে এক বিশেষ কমিউনিটি ওয়ার্কশপ। এই মানবিক উদ্যোগকে সফল করতে উপস্থিত ছিলেন FYP-এর সভাপতি ড. রমিত আজাদ, জনাব নাজমুল ইসলাম হিরন এবং সংগঠনের আরও অন্যান্য দায়িত্বশীল সদস্যরা। ওনারা শ্রমজীবী মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন এবং * তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের খোঁজখবর নেন, * পারিবারিক অবস্থা ও দৈনন্দিন সমস্যাবলী সম্পর্কে জানতে চান, * প্রয়োজন ও চাহিদা সম্পর্কিত গুরুত্বপূর্ণ উপাত্ত সংগ্রহ করেন, * পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়নে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। ওয়ার্কশপে শিক্ষা, সচেতনতা ও সাংস্কৃতিক বিনোদনের সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক পরিবেশ সৃষ্টি হয়, যা শ্রমজীবী মানুষের মাঝে আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতার জাগরণ ঘটায়। বিজয়ের এই পুরো মাস জুড়ে শ্রমজীবী মানুষের ক্ষমতায়ন, প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে FYP আরও বেশ কিছু কমিউনিটি ওয়ার্কশপের আয়োজন করতে যাচ্ছে। সমাজে টেকসই উন্নয়ন, মানবিক সহায়তা এবং ইতিবাচক পরিবর্তন সৃষ্টি এটাই FYP-এর মূল লক্ষ্য। এই মহৎ উদ্যোগগুলো সফল করতে ফোরাম অফ ইয়াং প্রফেশনালস সকলের দোয়া, সহযোগিতা ও সহমর্মিতা কামনা করছে।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ